×

অর্থনীতি

কমল হাটবাজারের ইজারা মূল্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১০ এএম

কমল হাটবাজারের ইজারা মূল্য
এবার সরকারি হাটবাজারের ইজারা মূল্য কমিয়েছে সরকার। গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে সরকারি হাটবাজারের ইজারা দেয়ার লক্ষ্যে মূল্য পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকারি হাটবাজারের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা-২০১১ অনুযায়ী বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড়মূল্য সরকারি মূল্য হিসেবে নির্ধারিত ছিল। স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৬ সালের ১ মার্চের পরিপত্রের মাধ্যমে বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে পৌর এলাকার ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ এবং পৌর এলাকার বাইরের ক্ষেত্রে ১০ শতাংশ বাড়িয়ে হাটবাজারের মূল্য নির্ধারণ করা হয়, যা এখন বাতিল করা হলো। এখন বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে অতিরিক্ত ৬ শতাংশ বৃদ্ধি করে হাটবাজারের সরকারি মূল্য নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পৌরসভা মেয়র/প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App