×

জাতীয়

আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ৩ নোবেল জয়ী নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৫ এএম

আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ৩ নোবেল জয়ী নারী
রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরো সংহত করতে শান্তিতে নোবেল জয়ী তিন নারী আজ রবিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। তারা হলেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার। ঢাকার নারীপক্ষ নামক নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারে যাচ্ছেন তিনজন নারী নোবেল বিজয়ী। তারা রোহিঙ্গাদের দুর্দশা দেখবেন এবং বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর যে ব্যাপক মাত্রায় নির্যাতন হয়েছে সে বিষয়ে জানবেন। তারা সরকারি কর্মকর্তা, মানবাধিকার সংস্থা, কানাডিয়ান এবং অন্য দেশের ক‚টনীতিকদের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া একটি পাবলিক ইভেন্টে বক্তব্য রাখবেন। গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নোবেল বিজয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App