হত্যাকাণ্ড ধামাচাপায় ট্রেনে কাটার নাটক

আগের সংবাদ

কমল হাটবাজারের ইজারা মূল্য

পরের সংবাদ

পুঠিয়ায় তিন অভিযুক্ত জেএমবি সদস্য আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮ , ১১:০৮ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৮ , ১১:০৯ পূর্বাহ্ণ

রাজশাহীর পুঠিয়ায় তিন অভিযুক্ত জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও গানপাউডার উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব দাবি করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোরে উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব ৫ এর সহকারী অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, আটক জঙ্গিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও দুটি জিহাদী বই এবং গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বর্তমানে র‌্যাব ৫ এর সদর দপ্তরে রেখে আটকদের  জিজ্ঞাসাবাবাদ চলছে।

এ নিয়ে র‌্যাব ৫ সদর দপ্তরে আজ রবিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে র‌্যাব ৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর আলম বিস্তারিত জানাবেন বলে সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়