×

অর্থনীতি

ঢাকায় বসেছে ফ্রাঞ্চাইজি ও রিটেল এক্সপো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৫৮ পিএম

ঢাকায় বসেছে ফ্রাঞ্চাইজি ও রিটেল এক্সপো
দেশে-বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের বাজার বিস্তৃত করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি এবং রিটেল এক্সপো।’ শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে দিনব্যাপী এক্সপোর আয়োজন করেছে সিঙ্গাপুরভিত্তিক ফ্রাঞ্চাইজি সলিউশনস কোম্পানি ফ্র্যান গ্লোবাল। যেসব ব্র্যান্ড বাংলাদেশের বাজারে প্রবেশ করতে চায় তাদের জন্য সব সহায়তা ও সেবা প্রদান করছে ফ্র্যান গ্লোবাল। পাশাপাশি যেসব বাংলাদেশি ব্র্যান্ড দেশে এবং বিদেশে নিজেদের ব্যবসা ছড়িয়ে দিতে চায় তাদের জন্যও কাজ করছে তারা। এ ছাড়াও স্থানীয় বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে ফ্র্যাঞ্চাইজি ডেভলপমেন্ট কনসালটেশন প্রদান করে ফ্র্যান গ্লোবাল। আয়োজকরা জানান, ১০০-এর বেশি আন্তর্জাতিক এবং স্থানীয় ব্রান্ড নিয়ে এটিই দেশের প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি এবং রিটেইল এক্সপো। এর মূল আয়োজক হিসেবে রয়েছে ফ্র্যানগ্লোবাল। বিভিন্ন দেশে তাদের ৬টি আন্তর্জাতিক অফিস রয়েছে। বিভিন্ন কোম্পানির পক্ষে লাভজনকভাবে অংশীদার হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি। আয়োজনের মূল স্পন্সর হিসেবে রয়েছে মুন্নু হোম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ, ফ্র্যানগ্লোবালের চেয়ারম্যান এবং এশিয়ার প্রথম সারির ফ্রাঞ্চাইজি বিশেষজ্ঞ গৌরব মারইয়া উপস্থিত ছিলেন। ফ্রাঞ্চাইজিং এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সর্বোত্তম উপায় সম্পর্কে ধারণা দেন ফ্রাঞ্চাইজি বিশেষজ্ঞ গৌরব মারিয়া। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এই বাজারে প্রবেশের জন্য ফ্র্যান গ্লোবালের জন্য উপযুক্ত সময় এবং আমরা এখানে খুব ভাল কিছু কাজ করতে মুখিয়ে আছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App