×

তথ্যপ্রযুক্তি

ফাইভ জি আসছে এ বছরই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৫০ পিএম

ফাইভ জি আসছে এ বছরই
যুক্তরাষ্ট্রের টেলিকম অপারেটর এটিঅ্যান্ডটি দেশটিতে ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করতে যাচ্ছে। ২০১৮ সালের মধ্যে দেশটিতে ফোরজি নেটওয়ার্ক বিস্কৃত হবে। জিএসএম এরিনার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এটিঅ্যান্ডটি জানিয়েছে, ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি শহরে ফোরজি চালু করা হবে। টেলিটক অপারেটরটি জানিয়েছে, এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের ডালাস, অ্যাটলান্টা, ওয়াকো এবং টেক্সাসে ফোরজি কভারেজের আওতায় আসবে। এর মধ্যে টেক্সাস হবে প্রথম শহর যেখানে ফাইভ জি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। এরপর দেশটির আরওটি নয়টি শহরে ফাইভ জি চালু করবে এটিঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটির ওয়ারলেস নেটওয়ার্ক আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ভাইস প্রেসিডেন্ট ইকআল ইলবাজ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের স্মার্টফোন ব্যবহারকারীদের ফাইভজির প্রকৃত অভিজ্ঞতা দিতে চাই।’ এর আগে নকিয়া, কোয়ালকম, এলজি জানিয়েছে তারা শিগগিরই ফাইভজি হ্যান্ডসেট বাজারে আনছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App