×

আন্তর্জাতিক

জাতিসংঘ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:০৮ এএম

জাতিসংঘ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ
জাতিসংঘ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ
জাতিসংঘ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ
জাতিসংঘ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ
জাতিসংঘ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ
যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। এ উপলক্ষে মঙ্গলবার রাতে নিউইয়র্কে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্য রাখেন, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান, উপ স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন, ইকোনোমিক মিনিষ্টার ইকবাল আবদুল্লাহ হারুন,পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলীর বাণী পাঠ করেন মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ, মিনিষ্টার ফাইয়াজ মুর্শিদ কাজী পড়ে শোনান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বানী। এরপর ভাষা শহীদদের সম্মানে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান, সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান,সংসদ সদস্য ইসরাফিল আলম, সংসদ সদস্য ফখরুল ইমাম,সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, সংসদ সদস্য মীর রোকসানা ইয়াসমিন শ্রুতি,সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আব্দুল মুকীদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ড. মাসুদুল হক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান। ফারুক খান বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ভাষন দিয়ে এই ভাষার সম্মান ও মর্যাদাকে বিশ্ব সভায় তুলে ধরেছিলেন। ভাষার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিলো মহান মুক্তিযদ্ধের মাধ্যমে তা শেষ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্ব দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এখন জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার দ্বারপ্রান্তে এসে পৌচ্ছেছেন। তিনি বলেন, তিনটি কারনে আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে হবে। এগুলো হলো ক্ষমতায় থেকে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন, উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে তা শেষ করতে করার জন্য এবং বিএনপি-জামাত ঠেকাতে। পরে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মিলনায়নের অস্থায়ী শহীদ বেদিতে যুক্তরাষ্ট্র সফররত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল (অব:) ফারুক খানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পন করেন জাতীয় সংসদ সদস্যগণ, বাংলাদেশ মিশনের কর্মকর্তারা, আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় যুবলীগ, যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App