×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান বন্ধ হতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০৯ পিএম

হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান বন্ধ হতে পারে
গত বছরই প্রকাশ পেয়েছিল হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের ফলে আপনি হোয়াটসঅ্যাপে ভুলবশত কোনও মেসেজ পাঠিয়ে ফেললে ৭ মিনিটের মধ্যে সেই মেসেজটি যাঁকে পাঠিয়েছেন, তাঁর ডিভাইস থেকেও ডিলিট করে দিতে পারতেন।   ছোটো-খাটো ভুল ত্রুটি তো আমরা প্রত্যেকেই করে থাকি। তবে, সামান্য একটা ভুলের খেসারতও কখনও কখনও মারাত্মক হতে পারে। তাই, এমন সমস্যা থেকে আপনাকে বাঁচাতেই এই ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু শোনা যাচ্ছে, সমস্যা থেকে বাঁচানোর সেই ফিচার নাকি বন্ধ হয়ে যেতে চলেছে! এক প্রযুক্তি ওয়েবসাইট সূত্রে খবর, ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার ব্যবহার করে ৭ মিনিটের মধ্যেই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ ডিলিট করে দেওয়ার পরও নাকি ব্যবহারকারীরা সেই মেসেজ দেখতে পাচ্ছেন। এই নিয়ে অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ফলে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App