×

খেলা

বার্সেলোনা-চেলসির ড্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:২২ পিএম

বার্সেলোনা-চেলসির ড্র
চেলসির মাঠে ফেভারিট হিসেবেই নেমেছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচ শুরু থেকে চেলসিও কম যায়নি। উইলিয়ানের বল দুটি বারপোস্টে লেগে ফেরত না আসলে প্রথমার্ধেই ২-০তে এগিয়ে যেত বার্সেলোনা। যদিও সেই উইলিয়ানের গোলেই জয়ের স্বপ্ন দেখছিল চেলসি কিন্তু মেসির গোলে শেষ পর্যন্ত ১-১ এ ড্র করে মাঠ ছাড়েন চেলসি-বার্সেলোনা। জয়বঞ্চিত হওয়ায় চেলসির খেলোয়াড়দের হতাশা ছিল চোখে-মুখে। সবচেয়ে বেশি হতাশ ছিলেন ব্রাজিলিয়ান উইলিয়ান। দুই-দুইবার তার নেওয়া শট ফিরে আসে পোস্টে লেগে। প্রথমবার ৩৩ মিনিটে। এডেন হ্যাজার্ডের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন উইলিয়ান। বল ডান পোস্টে লেগে চলে যায় বাইরে। ৮ মিনিটের ব্যবধানে আবারো তার শট লাগে পোস্টে। এবার বাম পাশের পোস্টে। রোবার্তোর খোঁচায় বল পেয়েছিলেন হ্যাজার্ড। তার পাস থেকে বল পেয়ে যান উইলিয়ান। এক টাচে বল ঠিকমতো পজিশনে নিয়ে উইলিয়ান আবারো নেন শট। কিন্তু পোস্টে লেগে বল ফিরে আসে। অবিশ্বাস্য! দুই-দুইবার তার নেওয়া শট ফিরে আসায় হতাশ হয়ে পড়ে পুরো চেলসি ডাগআউট। তবে দ্বিতীয়ার্ধে দলকে উচ্ছ্বাসে ভাসানোর সুযোগ করে দেন ওই উইলিয়ানই। ২৯ বছর বয়সি ব্রাজিল তারকা ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে বল পাঠান জালে। আগের দুইবারের মতো ভুল করেননি উইলিয়ান। পোস্টে লেগে ফিরে আসা শটগুলো প্রত্যেকটি নিয়েছিলেন হাওয়ায় ভাসিয়ে। গোল পাওয়া শটটি জালে যায় মাটি কামড়ে। কর্নার কিক থেকে সেস ফ্যাব্রিগাস ছোট্ট পাসে বল দেন হ্যাজার্ডকে। তার পাস থেকে বল পান উইলিয়ান। এরপর বল যায় সোজা বার্সেলোনার জালে। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধ থেকে সব ওলট-পালট হয়ে যাচ্ছিল বার্সেলোনার। মেসি, সুয়ারেজরা হারিয়ে যাচ্ছিলেন চেলসির অসাধারণ ফুটবলে। ৯০ মিনিটের খেলায় সবচেয়ে বেশি বল দখল করেও চেলসির রক্ষণদুর্গ ভাঙতে পারছিল না কাতালানরা। স্বাগতিকদের বিপক্ষে জয় পেতে ৪-১-২-১-২ ফরমেশনে রণকৌশল সাজিয়েছিলেন বার্সোলানার কোচ আর্নেস্তো ভালভার্দে। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যায় চেলসির ৩-৪-৩ ফরমেশনে। ম্যাচের শুরু থেকেই দুই দলের প্রতিদ্বন্দ্বিতাহীন ফুটবল। ছিল না কোনো ভালো আক্রমণ, ছিল না বড় তারকার কোনো দুর্দান্ত ফুটবল প্রদর্শনী। ১৩ মিনিটে হ্যাজার্ড সুযোগ তৈরি করেছিলেন গোল করার। পাওলিনহোকে টপকে ডি বক্সের ভেতরে ঢুকে শট নিয়েছিলেন। কিন্তু শট বেরিয়ে যায় পোস্টের বাইরে। ১৫ মিনিটে মেসির বাড়ানো পাস মিস করেন পাওলিনহো। প্রথমার্ধের বাকিটা লড়াই ছিল নিষ্প্রাণ। ৭৫ মিনিট পর্যন্ত রক্ষণভাগে বার্সেলোনাকে ঢুকতেও দেয়নি চেলসির ডিফেন্ডাররা। দারুণ প্রতিরোধে মেসি, সুয়ারেজদের আটকে রাখে চেলসি। দেয়াল হয়ে বারবার তাদের আক্রমণগুলোকে ফিরিয়ে দিচ্ছিল। কিন্তু ছোট্ট এক ভুলে বড় মাশুল দিতে হয় ‘ব্লুজ’দের। ক্রিসটেনসেন বাঁ পাশ থেকে বল ক্লিয়ার করতে পাস দেন ডান পাশে। ডি বক্সের ঠিক বাইরেই ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। দারুণ ট্যাকলে বল নিয়ে ভেতরে ঢুকে পড়েন বার্সা অধিনায়ক। মেসিও ঢুকে পড়েন তার সাথে। এরপর ৭৩০ মিনিটের অপেক্ষার অবসান। ইনিয়েস্তার বাড়ানো পাসে বাঁ পায়ে শট নিয়ে চেলসির জালে বল পাঠান মেসি। এর আগের আট ম্যাচে মেসি খুঁজে পাননি চেলসির জাল। প্রতিপক্ষের মাঠে অ্যাওয়ে গোল করে মেসি দলকে একধাপ এগিয়ে নিয়ে গেছেন, কাটিয়েছেন চেলসির বিপক্ষে দীর্ঘ গোল-খরা। মেসি গোল করার দুই মিনিট আগেই ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ব্লুজদের তারকা উইলিয়ান নাকে ব্যথা পাওয়ায় মাঠ ছেড়ে যান ৭৩ মিনিটে। দুই মিনিটের ব্যবধানে মস্ত বড় ভুলে বিশাল ক্ষতি হয়ে যায় চেলসির। শেষ ষোলোর প্রথম লেগ ড্র হলো ১-১ ব্যবধানে। জাদুকর মেসি আরো একবার ত্রাতা হয়ে এলেন বার্সেলোনার জন্য। ১৪ মার্চ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের অপেক্ষা। ৯০ মিনিটের খেলার বার্সেলোনা ৭৩ ভাগ বল রেখেছে নিজেদের নিয়ন্ত্রণে। অন্যদিকে মাত্র ২৭ ভাগ বল নিয়েও চেলসি ছিল দুর্দান্ত। কিন্তু শেষ হাসিটা তারা হাসতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App