×

আন্তর্জাতিক

ফিলিস্তিনের সঙ্গে আলোচনার সব ধরনের পথ রুদ্ধ করেছে ইসরাইল :মাহমুদ আব্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০২:১৭ পিএম

ফিলিস্তিনের সঙ্গে আলোচনার সব ধরনের পথ রুদ্ধ করেছে ইসরাইল :মাহমুদ আব্বাস
ইসরাইল ফিলিস্তিনের সঙ্গে আলোচনার সব ধরনের পথ রুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, ইসরাইল এমনভবে আচারণ করছে যেন তারা আন্তর্জাতিক আইনের ঊর্দ্ধে। চলতি বছরের মাঝামাঝির সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। আব্বাস বলেন, ‘ফিলিস্তিনি ইস্যুর সমাধান করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরিভাবে একটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হওয়া প্রয়োজন।’ মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাই সমন্বিত প্রচেষ্টায় আলোচনা করতে হবে। উল্লেখ্য, গেল ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি এবং ফিলিস্তিনি শরণার্থীদের দেওয়া মার্কিন সহায়তা বন্ধ করায় ট্রাম্পের ওপর ক্ষিপ্ত ফিলিস্তিনি জনগণ। এর আগে আব্বাস বলেন, ওয়াশিংটন তার নিরপেক্ষতা হারিয়েছে। তাই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ওয়াশিংটনের মধ্যস্থতা আর গ্রহণযোগ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App