×

জাতীয়

প্রধানমন্ত্রীর ক্রোধের আসামি তারেক : রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:১৭ পিএম

প্রধানমন্ত্রীর ক্রোধের আসামি তারেক : রিজভী

তারেক রহমানকে প্রধানমন্ত্রীর ক্রোধের আসামি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেছেন, ‘‘সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির হাল ফেরারি আসামির হাতে।’ আমি আপনাকে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার ক্রোধের আসামি। একদলীয় দুঃশাসনের সাজানো মামলার আসামি।’’

আজ মঙ্গলবার বিকেলে নয়পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘তারা নিজেরাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। প্রকৃত আইনের শাসন আর গণতন্ত্র থাকলে আওয়ামী সরকারই সাজাপ্রাপ্ত আসামি হয়ে কারাগারে থাকত।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব বলেন, ‘ওয়ান-ইলিভেনে জলিল সাহেব, কাদের সাহেব,শেখ সেলিম সাহেবসহ অন্য নেতারা শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কী জবানবন্দি দিয়েছিলেন তা জনগণ এখনও ভুলে যায়নি।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনার যদি এতো সাহস তাহলে আপনার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির ১৫টি মামলা মোকাবিলা না করে রাষ্ট্রশক্তি ব্যবহার করে সেগুলো প্রত্যাহার করে নিলেন কেন?’ এসব প্রশ্নও জনগণের, তারা এর উত্তর জানতে চায় বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম আজাদ,শহিদুল ইসলাম বাবুল,মুনির হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App