×

জাতীয়

প্রধানমন্ত্রীর জনসভার প্রচার ব্যানারে আগুন, আটক ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:২১ পিএম

প্রধানমন্ত্রীর জনসভার প্রচার ব্যানারে আগুন, আটক ৩
আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে টাঙানো প্রচার ব্যানারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দৃর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর রাজপাড়া থানার ঘোষপাড়া মোড়ে অগ্নিসংযোগ করা হয়। বাঁশের কাঠামোয় বিলবোর্ড আকারে বিশাল ব্যানার টানিয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ছবি ছিল। জনসভার এই প্রচার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। এরা  হলেন- নগরীর ঘোষপাড়া এলাকার পাপন হোসেন (৩২), রাব্বুল আলী (৩৫) ও উৎপল শেখ (৩৭)। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে সাদা শার্ট পরা এক যুবক ব্যানারে পেট্রোল ঢেলে আগুন দেয়। এরপর ওই যুবক মসজিদের পাশের রাস্তা দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আশপাশে আরো কয়েকজন যুবককে দেখা গেছে। ওসি বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত সেখানে দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ব্যানারের ৮০ ভাগ পুড়ে যায়। আটক তিনজন অগ্নিসংযোগের সঙ্গে জড়িত কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। অগ্নিসংযোগ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App