×

আন্তর্জাতিক

ফ্লোরিডায় হামলার হামলার দায় স্বীকার করেছে হামলাকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৫১ পিএম

ফ্লোরিডায় হামলার হামলার দায় স্বীকার করেছে হামলাকারী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যার হামলার দায় স্বীকার করেছে হামলাকারী নিকোলাস ক্রুজ। বুধবার পার্কল্যান্ডের মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ওই হামলা চালানো হয়। নিকোলাস ক্রুজ ওই স্কুলেরই সাবেক ছাত্র ছিলেন। তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিলবলে জানায় বিবিসি। পুলিশ জানিয়েছে, গোলাগুলির কথা স্বীকার করে নিয়েছেন নিকোলাস। আদালতের একটি নথি থেকে জানানো হয়েছে, ওই ছাত্র স্কুলের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলে ছুড়ে নিজের বন্দুক ফেলে পালিয়ে যায়। নিকোলাস ক্রুজের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। ২০১২ সালের পর এটাই যুক্তরাষ্ট্রের কোনো স্কুলে সবচেয়ে বড় হামলার ঘটনা। আদালতের নথিতে বলা হয়েছে, নিকোলাস একটি এআর-১৫ রাইফেল নিয়ে স্কুলের ক্যাম্পাসে প্রবেশ করেন। সেখানে তিনি তার সামনে যাকেই পেয়েছেন তাকেই গুলি করেছেন। হামলা চালানোর পর তিনি পালিয়ে যান। এর এক ঘণ্টা পরেই তাকে আটক করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App