×

জাতীয়

পৃথক সড়ক দুর্ঘটনায় জামালপুর,চট্টগ্রাম ও রাজশাহীতে ৪জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০১ এএম

পৃথক সড়ক দুর্ঘটনায় জামালপুর, চট্টগ্রাম ও রাজশাহীতে ২জন নিহত হয়েছে। আজ (১৬ ফেব্রুয়ারি)দিনগত রাতে জামালপুরের রশিদপুর ব্রিজ এলাকায় , সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম নগরী চান্দগাঁও থানার পেছনে ও সকাল সোয়া ৮টার দিকে রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। জামালপুর প্রতিনিধি জানান,জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রশিদপুর ব্রিজ এলাকা থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখীরপাড়া গ্রামের রেহান আলীর ছেলে রাজন (২৭) এবং একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মুক্তা (২৬)। মৃতের স্বজনরা জানায়, জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমসের গান শোনার জন্য বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজন এবং মুক্তা বাড়ি থেকে বের হয়ে জামালপুর শহরে আসেন। রাত ১২টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের কোনো এক সময় মোটরসাইকেলে ওই দুজন বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শহরের রশিদপুর ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। শুক্রবার ভোরে স্থানীয়রা রাজন এবং মুক্তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জাামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম প্রতিনিধি জানান,চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পেছনের সড়কে রিকশা দাঁড় করিয়ে বিশ্রাম নেওয়ার সময় বাসের ধাক্কায় রিকশাচালক তসলিম মিয়া (৪৬) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দিনাজপুরের ঘোড়াঘাট দামপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে তসলিম মিয়া নিজের রিকশা রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি আন্তঃজেলা বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌন আটটার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে রাজশাহী প্রদিনিধি জানান, রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সোহেল রানা (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় জমসেদ আলী (২৭) নামে আরও এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত জমসেদ আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল রানা মতিহারের বামনশিকড় এলাকার হাসেম আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাক চালককে ধরে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রাজশাহী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে মহানগরীর খড়খড়ি বাজারের আড়তে আসছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। খড়খড়ি বাইপাস মোড়ে মাছ নামিয়ে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-১২৮৯০) তাদের সাইকেলকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান। জমসেদ আলী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং বিক্ষুব্ধ হয়ে চালককে গণ পিটুনি দেয়। পরে খবর পেয়ে প্রথমে সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App