×

বিনোদন

এমডিপি'র উদ্দ্যোগে এফডিসিতে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' বিতরন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৮ এএম

এমডিপি'র উদ্দ্যোগে এফডিসিতে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' বিতরন
ম্যান পাওয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)র পক্ষ থেকে এফডিসির চার শতাধিক পরিচালক, শিল্পী, প্রযোজক ও কলাকুশলীদের মাঝে বিনামূল্যে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি বিতরন করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি এফিডিসর জহির রায়হান অডিটোরিয়ামে এই গ্রন্থ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এমডিপির নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক ফরমান আলী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন, চলচ্চিত্র পরিবারের আহ্ববায়ক অভিনেতা ফারুকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন। এমডিপির নির্বাহী পরিচালক স্বপন কুমার রায় বলেন, বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবন,ত্যাগ ও রাজনৈতিক বিচক্ষণতা আজও অনেকের কাছে অজানা। বঙ্গবন্ধুর অজানা কর্মময় জীবন থেকে নেয়া সকল ইতিহাস তৃণমূল সকলের কাছে পৌছে দিতে এমডিপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়  ইতিপূর্বে দেশজুড়ে ৩৮ জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গুরুত্বপূর্ন ব্যক্তিদের মাঝে এক লাখ আটত্রিশ হাজার বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী প্রদান করেছি। এবার এফডিসির শিল্পী-কলাকুশলীদের মাঝে প্রদান করেছি। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। চলচ্চিত্র পরিবারের আহ্ববায়ক অভিনেতা ফারুক বলেন, 'এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। বঙ্গবন্ধু জাতির পিতা। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হলে অবশ্যই তাঁর আদর্শ জানতে হবে। আমি সংস্থাটির জন্য শুভকামনা জানাই'।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App