×

আন্তর্জাতিক

ইসরাইল আগ্রাসন চালালে সীমানা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ লেবানন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২ পিএম

ইসরাইল আগ্রাসন চালালে সীমানা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ লেবানন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন জানিয়েছেন ইসরাইল আগ্রাসন চালালে দেশের সীমানা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, লেবাননের দক্ষিণ সীমান্তে শান্ত পরিস্থিতি বজায় রাখতে তার সরকার জোরালোভাবে অঙ্গীকারাবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে রাজধানী বৈরুতে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় মিশেল আউন ইসরাইলের সঙ্গে ভূমি ও সমুদ্রসীমা নিয়ে দ্বন্দ্ব মীমাংসায় আমেরিকাকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। ইসরাইলের সঙ্গে লেবাননের তেল ও গ্যাসক্ষেত্র নিয়ে যখন চরম উত্তেজনা দেখা দিয়েছে তখন টিলারসনের এ সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হলো। এছাড়া, লেবাননের সীমান্তজুড়ে ইসরাইল যে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে বৈরুত তাকে উস্কানিমূলক বলে অভিহিত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বৈঠকে মিশেল আউন লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত আগ্রাসন ঠেকানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে আমেরিকার প্রতি আহ্বান জানান। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারাসন আঞ্চলিক সংঘাতে হিজবুল্লাহ আন্দোলনের জড়িত হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ অঞ্চলের দেশগুলোতে হিজবুল্লাহ অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলেও টিলারসন অভিযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App