×

আন্তর্জাতিক

নিউইয়র্কে শপথ নিলেন শেরপুর সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০২ এএম

নিউইয়র্কে শপথ নিলেন শেরপুর সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা
জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো শেরপুর জেলা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক। এ উপলক্ষে রোববার ব্রঙ্কসের স্টারলিং এ আল আকসা পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্কে বসবাসরত প্রবাসী শেরপুরবাসীর শতাধিক পরিবার এতে অংশ নেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতারা শপথ নেন। সমিতির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে নির্বাচন কমিশন সদস্যবৃন্দ, সমিতির সাবেক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবি ও বাংলাদেশ কম্যুউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এন মজুমদার। সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক মাহমুদুর আলম রনির পরিচালনায় এবং যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবু তালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ও নির্বাচন কমিশন প্রধান অধ্যাপক মোঃ আবদুর রহমান, শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র মোঃ আবদুল হাকিম, নির্বাচন কমিটির সদস্য মোঃ সারোয়ার আলম, মোঃ আবদুল মোতালেব, প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক উপদেষ্টা শাহ মোহাম্মদ শরীফ, শামীমা আক্তার শিউলি, রেক্সোনা মজুমদার, এটিএম নোমান, সিনিয়র সহসভাপতি খন্দকার এম রউফ উজ্জল, সহ সভাপতি মোঃ ছামেদুল হক ঝন্টু, মোহাম্মাদ উসমান গনি, সহিত্য সম্পাদক তানজিনা আফরিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ উসমান গণি। প্রথম পর্বে ছোট্ট শিশু মুগ্ধ ও আবিদ নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। ভাষা শহীদরে সম্মানে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা এক সঙ্গে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুরের ইতিহাস ঐতিহ্য প্রবাসে তুলে ধরার অঙ্গীকার করেন নবনির্বাচিত নেতারা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App