×

জাতীয়

মরা গাঙে আর জোয়ার আসবে না : ওবায়দুল কাদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৫৯ পিএম

মরা গাঙে আর জোয়ার আসবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, মরা গাঙে আর জোয়ার আসবে না।

আজ বুধবার দুপুরে সাভারের ধামরাইয়ের চৌহাটে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত টাঙ্গাইলের মির্জাপুরের সঙ্গে সংযোগকারী বংশী সেতু উদ্বোধন শেষে এক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপি ভেবেছিল সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ রাস্তায় নামবে। আদতে তা হয়নি। মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়াও হয়নি। এখন খালেদা জিয়া বুঝতে পারছেন, তিনি এতদিন কাদের সাথে রাজনীতি করেছেন। বিএনপিকে এখন বুঝতে হবে,মরা গাঙে আর জোয়ার আসবে না।’

কাদের আরও বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি নিয়ে এতদিন যারা সোচ্চার ছিলেন তারা খালেদা জিয়ার রায়ের পর চুপসে গেছেন। এটা প্রমাণ হয়েছে যে, দুর্নীতি করে কোনো পার পাওয়া যাবে না।’

বিএনপি আদালতের রায় নিয়ে মিথ্যাচার করছে অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমলে। বিচার প্রলম্বিত করতে বেগম খালেদা জিয়া ১০ বছর সময় নিয়েছেন। অথচ বিদেশিদের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করছেন।’

‘বিদেশিরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না। এমনকি তাদের ক্ষমতায় এনে বসিয়ে দেবে না’, উল্লেখ করে মন্ত্রী নিজ দলের নেতা-কর্মীদের ক্ষমতা প্রদর্শন না করার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। মোটরসাইলের মহড়া দেখে, মোটরসাইকেল দেখে মানুষ ভোট দেবে না’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,’দলের নেতা-কর্মীরা ভালো আচরণ না করলে সরকারের সকল অর্জনই ম্লান হয়ে যাবে।’

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস ও মাদক উল্লেখ করে কাদের বলেন, ‘এরা দেশ ও জাতির শক্র। তাদের এখনই প্রতিহত করা না হলে জাতির মেরুদণ্ড ভেঙ্গে পড়বে।’

স্থানীয় সংসদ সদস্য (এমপি) আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App