×

পুরনো খবর

নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে উদ্যোগ নেবে ইসি- ডেপুটি স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২৭ পিএম

নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে উদ্যোগ নেবে ইসি- ডেপুটি স্পিকার

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে। সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইবো সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।’

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠির একাংশের পরিচালনায় একটি বিউটি পার্লার উদ্বোধনের সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহযোগিতায় শহরের পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামের এই বিউটি পার্লার হিজড়ারা পরিচালনা করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App