×

তথ্যপ্রযুক্তি

ঘণ্টা চুক্তিতে মিলবে উবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪২ পিএম

ঘণ্টা চুক্তিতে মিলবে উবার
ঢাকায় অ্যাপভিত্তিক রাইড সেবা উবার তাদের ফেইসবুক পেইজে নতুন সেবা চালু করার ঘোষণা দিয়েছে। এই সেবার নাম দেওয়া হয়েছে ‘হায়ার’।  নূন্যতম দুঘণ্টার জন্য এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। ঘণ্টা ব্যাপী এই চুক্তির আওতায় সারাদিনে বেশ কয়েকটি জায়গায় যাতায়াত করা যাবে। এই সেবা সেবা ২৪ ঘণ্টাই পাওয়া যাবে। যেভাবে এই সেবা ব্যবহার করবেন ১. উবার অ্যাপে লোকেশন সিলেক্ট করে পপুলার ফিচারটি স্লাইড করে বামে সরালেই আসবে হায়ার অপশন। সেখানে দুই ঘণ্টা ও চার ঘণ্টার জন্য উবার ভাড়া নেওয়ার অপশন আসবে। ২. নিজের পিকআপ লোকেশন দিলেই রিকোয়েস্ট ইয়োর রাইড অপশন আসবে। প্রচলিত উবার সেবার মতোই এতে চালক ও গাড়ির বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। ৩. দুই বা চার ঘণ্টার জন্য উবার ব্যবহার করতে হলে ভাড়া আগেই দিয়ে দিতে হবে। ৪. ট্রিপ শেষে দূরত্ব ও সময়ের ওপর ভিত্তি করে অতিরিক্ত টাকা চার্জ করা হবে। ভাড়া পরিশোধ করলে যাত্রীকে একটি ই-রিটিস দেখানো হবে। দুই ঘণ্টার জন্য ২৫ কিলোমিটার ও চার ঘণ্টার জন্য ৪০ কিলোমিটার দূরত্বে যাওয়া যাবে। এই সীমারেখা অতিক্রম করলে প্রতি কিলোমিটারের জন্য ২২ টাকা হারে খরচ দিতে হবে। সময় অতিক্রম করলে প্রতি মিনিটে খরচ হবে চার টাকা। ২০১৬ সালের নভেম্বরে ৩৩তম শহর হিসেবে ঢাকায় কার্যক্রম শুরু করেছিল উবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App