×

জাতীয়

খালেদার রায়ের সার্টিফায়েড কপি মিলবে বিকেলে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৬ পিএম

খালেদার রায়ের সার্টিফায়েড কপি মিলবে বিকেলে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি বিকেল চারটায় দেয়া হবে বলে নিশ্চিত করেছেন এডভোকেট সানাউল্লাহ মিয়া। বুধবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সানাউল্লাহ মিয়া আরোও বলেন, সার্টিফায়েড কপি পাওয়ার পরই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে একইসাথে জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে। ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের পেশকার মোকাররম হোসেন বলেন, ‘৬৩২ পাতার রায় এতো কম সময়ে সার্টিফায়েড কপি  সরবরাহ করা কষ্টকর।  আমরা চেষ্টা করছি দ্রুত করতে। আশা করছি আজ বিকাল ৪টার মধ্যে রায়ের কপি সরবরাহ করতে পারবো। এর আগে গত সোমবার আদালতে তিন হাজার ফলিও (যে কাগজে রায়ের নকল দেওয়া হয়) জমা দেন তার আইনজীবীরা। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App