×

আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারি : অক্সফামের উপনির্বাহীর পদত্যাগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৪ পিএম

যৌন কেলেঙ্কারি : অক্সফামের উপনির্বাহীর পদত্যাগ
যৌন কেলেঙ্কারির খবরের জের ধরে পদত্যাগ করেছেন দাতব্য সংস্থা অক্সফামের উপ-নির্বাহী পেনি লরেন্স। সোমবার এক বিবৃতিতে তিনি এই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ২০১১ সালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গিয়ে অক্সফাম কর্মীরা রাজধানী পোর্ট অব প্রিন্সের নিকটবর্তী ডেলমাসে তাদের গেস্ট হাউসে সেক্স পার্টির আয়োজন করে। ওই পার্টির জন্য তারা কম বয়সী যৌনকর্মীদের দাওয়াত দেয়। ওই গেস্ট হাউসে আসা কয়েকজন যৌনকর্মী অক্সফামের টি-শার্ট পরেছিল। পরবর্তীতে ভবনে পতিতা নেওয়ার কথা স্বীকার করার পর সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরের পদ ছাড়তে বাধ্য হন রোনাল্ড ভন হওয়ারমেরিন। পরবর্তীতে কর্মীদের বিরুদ্ধে যৌনকর্মী ভাড়া করা , পর্নোগ্রাফি ডাউনলোড, নিপীড়ন ও ভয় দেখিয়ে ইচ্ছেমতো কাজ করতে বাধ্য করার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করে অক্সফাম। এরপর ভন হওয়ারমেরিনসহ সাতজন সংস্থাটির চাকরি হারান। ব্রিটিশ দৈনিক টাইমস জানিয়েছে, অক্সফাম হাইতিতে তাদের কর্মীদের ওই কেলেঙ্কারি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এই সুযোগে ভন হওয়ারমেরিন ২০১২-১৪ মেয়াদে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের বাংলাদেশ মিশনের প্রধান হয়ে আসেন। পেনি লরেন্স সোমবার এক বিবৃতিতে বলেছন, ‘এ সময় প্রকল্প পরিচালক হিসেবে আমি লজ্জিত যে আমার নজরদারির ভেতরেই এই ঘটনা ঘটেছে। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App