×

আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, আতঙ্কে বিমানবন্দর বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:১৭ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, আতঙ্কে বিমানবন্দর বন্ধ
টেমস নদীর তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা পাওয়ায় আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে লন্ডন সিটি এয়ারপোর্ট। এতে কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, সারাদিন বিমানবন্দর বন্ধ থাকবে এবং সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে প্রায় ১৬ হাজার যাত্রী আকস্মিক সমস্যায় পড়েছেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে টেমস নদীর জর্জ ভি ডকে পূর্বনির্ধারিত কাজ করার সময় বোমাটি পাওয়া যায়। এরপর রাত ১০টার দিকে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বোমাটি অপসারণে রয়্যাল নেভির সঙ্গে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ। টার্মিনাল বন্ধ করে দেওয়ায় বিমানবন্দরে না যাওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করে বলা হয়েছে, তারা সংশ্লিষ্ট বিমানসংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিমানবন্দরের প্রধান নির্বাহী রবার্ট সিনক্লেয়ার দুঃখ প্রকাশ করে ভোগান্তির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে এ-ও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বোমাটি অপসারণ করে বিমানবন্দর সচল করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App