×

জাতীয়

খলিলুর হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৩ পিএম

খলিলুর হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
রাজধানীর শাহআলীবাগে জনতা হাউজিংয়ে জাতীয় অন্ধকল্যাণ সংস্থার প্রাক্তন মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-রমজান আলী ওরফে রমজান ও টিপু ওরফে হীরা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মিনহাজ, হাসানুর রহমান রুবেল, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম ওরফে জাহিদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় দায়সারা ও ত্রুটিপূর্ণ অভিযোগপত্র দাখিল করায় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আসামি সাগরের বিরুদ্ধে পুনরায় তদন্ত করে যত দ্রুত সম্ভব অভিযোগপত্র দাখিল করতে আইজিপি ও ডিবির যুগ্ম কমিশনার, ঢাকা বরাবর এ রায়ের অনুলিপি পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App