×

বিনোদন

৮০০ কোটির ক্লাবে সিক্রেট সুপারস্টার!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৪৩ পিএম

৮০০ কোটির ক্লাবে সিক্রেট সুপারস্টার!
৮০০ কোটির ক্লাবে সিক্রেট সুপারস্টার!

বলিউডে নতুন রেকর্ড তৈরি করে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর অভিনীত সিনেমা দঙ্গল ২ হাজার কোটির ক্লাবে নাম লিখিয়েছে। সাতশো কোটি ছুঁয়েছে পিকে-র মতো সিনেমা। এবার সেই তালিকায় যুক্ত হল আর একটি সিনেমা। তা হল সিক্রেট সুপারস্টার।

সিনেমাটিতে মেরেকেটে মাত্র ২০ মিনিটের মতো মুখ দেখিয়েছেন। কিন্তু তাতে কি? চীনে আমিরের জনপ্রিয়তা লজ্জায় ফেলে দিতে পারে সেদেশের বড় তারকাদেরও।

সিক্রেট সুপারস্টার ভারতীয় বাজারে একশো কোটির মতো ব্যবসা করলেও আন্তর্জাতিক বাজারে অসাধারণ ব্যবসা করেছে সিক্রেট সুপারস্টার। বিশেষ করে চীনে। দঙ্গল চীনে ১ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। সিক্রেট সুপারস্টার-ও সেই পথেই এগোচ্ছে।

চীনে ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে সিক্রেট সুপারস্টার। ভারতীয় টাকায় তা ৬৫০ কোটি টাকার বেশি। গতমাসের ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই চীনা বক্স অফিসে রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি।

আমির খান প্রোডাকশনের সিনেমা সিক্রেট সুপারস্টার মাত্র ১৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে। তা সত্ত্বেও সিনেমাটি চীনে অসম্ভব সাড়া ফেলে দিয়েছে। সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন জায়রা ওয়াসিম ও সহযোগী চরিত্রে রয়েছেন আমির খান।

চীনে দঙ্গল মুক্তি পাওয়ার পর প্রথম উইকেন্ডে যত রোজগার করেছিল সেটাকে ছাপিয়ে ১৭৪ কোটি টাকা রোজগার করেছে এই ছবি। যা এক নতুন রেকর্ড নিঃসন্দেহে।

সিক্রেট সুপারস্টার ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৮৩২ কোটি টাকা রোজগার করে ফেলেছে। খুব শীঘ্রই নয়শো কোটির ক্লাবেও ঢুকে পড়বে।

বলিউডে আমির খানই একমাত্র অভিনেতা যার নামে তিনটি ৭৫০ কোটি টাকা আয়ের ছবি রয়েছে। পিকে, দঙ্গলের পর এবার সেই তালিকায় যুক্ত হল সিক্রেট সুপারস্টার। আর একটি সিনেমা এই ক্লাবে রয়েছে। তা হল, বাহুবলী : দ্য কনক্লুশ্যন।

আমিরের পরের সিনেমা যেটি মুক্তি পাবে তা হল ঠগস অব হিন্দোস্তান। সেখানে আমিরের সঙ্গে অভিনয়ে দেখা যাবে অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App