×

জাতীয়

সন্ধ্যায় বিএনপি’র সিনিয়র নেতাদের জরুরি বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১২ পিএম

সন্ধ্যায় বিএনপি’র সিনিয়র নেতাদের জরুরি বৈঠক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন দলটির নেতারা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার দুই দিনের বিক্ষোভ শেষ হওয়ার পর দলের পরবর্তী কর্মসূচি ঠিক করতেই এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বিএনপি সূত্র। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সন্ধ্যার বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সব ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুগ্ম মহাসচিবরা উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি খালেদা জিয়ার জামিনের প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হবে। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে সেখানেই রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App