×

আন্তর্জাতিক

দ. কোরিয়ার প্রেসিডেন্টকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ কিমের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৫ পিএম

দ. কোরিয়ার প্রেসিডেন্টকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ কিমের
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মুন এ আমন্ত্রণে সাড়া দিলে সেটি এক দশকেরও বেশি সময় পর দুই কোরিয়ার নেতাদের মধ্যে হওয়া প্রথম শীর্ষ সম্মেলন হবে বলে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্ট মুন বলেছেন, দুই কোরিয়ার ‘এটি বাস্তবায়ন করা’ উচিত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসতে উত্তর কোরিয়াকে উৎসাহিতও করেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার পর সিউলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুপক্ষের এক মাইলফলক বৈঠকে হাতে লেখা ওই আমন্ত্রণটি হস্তান্তর করেন কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জোং। জোং ও উত্তর কোরিয়ার আলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম এখন দক্ষিণ কোরিয়া সফরে আছেন। ১৯৫০-র দশকের কোরীয় যুদ্ধের পর থেকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়া সবচেয়ে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তারা। সিউলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুই কোরিয়ার এই শীর্ষ পর্যায়ের নেতারা কিমচি (বাঁধাকপির দিয়ে বানানো একটি কোরীয় পদ) ও সোজু (ভাত থেকে প্রস্তুত করা মদ) খান এবং তিন ঘন্টা ধরে কথা বলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল প্রাসাদের এক কর্মকর্তা জানিয়েছেন, জোং মুনকে ‘সম্ভাব্য সবচেয়ে নিকটবর্তী তারিখে’ সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের টোকিও ব্যুরো প্রধানের করা এক টুইট অনুযায়ী, জোং ওই প্রেসিডেন্সিয়াল প্রাসাদে একটি নোট লিখে রেখে গেছেন, যেখানে ‘নিকট ভবিষ্যতে একত্রীকরণ ও সমৃদ্ধির জন্য কোরীয়দের হৃদয়ে পিয়ংইয়ং এবং সিউল কাছাকাছি হবে’ বলে আশা প্রকাশ করা হয়েছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে অঙ্গীকারে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সতর্ক করার পর দুপক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App