×

জাতীয়

শিমুল বিশ্বাস ও রাজিবসহ ৩৯ জনের রিমান্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১২ পিএম

শিমুল বিশ্বাস ও রাজিবসহ ৩৯ জনের রিমান্ড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর শাহবাগ ও পণ্টন থানার পৃথক দুই মামলায় আজ শুক্রবার ঢাকা সিএমএম আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন। উপপরিদর্শক মাহবুব আলম শাহবাগ থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় শিমুল বিশ্বাসের ১০ দিনের এবং ৩২ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার সকল আসামির জামিন নামঞ্জুর করে শিমুল বিশ্বাসের ৫দিন, ২৪ জনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর ৮ জন আসামি মহিলা হওয়ায় তাদের রিমান্ড নামঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় রাজীব আহসানসহ ১৪ জনের দশ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানার উপপরিদর্শক আবদুল হান্নান। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে রাজিবের ৫ দিনের অপর ১৩ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অপর ১৩ জন হলেন- মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল পাটোয়ারী, অসিম মাহমুদ, শামীম হোসেন, সাজেদ আহমেদ, শাহজাহান, সাইদুর রহমান মিন্টু, খলিল উল্লাহ, এস এম মিজানুর রহমান, স্বপন ভূঁইয়া, মোল্লা ফয়সাল আহসান, শাওন, শামসুল আলম এবং জাহিদুল হক জাহিদ। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয় আদালত। তাকে কারাগারে নেয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠানোর পর তার সামনে থেকে ডিবি পুলিশ শিমুল বিশ^াসকে আটক করে। এছাড়া অন্য আসামিদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম পাশে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করলে তাদেরকে আটক করা হয়। অপর আসামিদের রাজধানীর চানখারপুল এলাকা থেকে পুলিশের সাথে সংঘর্ষের সময় তাদের আটক করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App