×

বিনোদন

চলচ্চিত্রের আমদানি ব্যবস্থাপনা প্রসঙ্গে বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০২:১৫ পিএম

চলচ্চিত্রের আমদানি ব্যবস্থাপনা প্রসঙ্গে বই
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য মন্ত্রণালয়াধীন চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মূলত সনাতন চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণসহ চলচ্চিত্র বিষয়ক গবেষণা, প্রকাশনা ও ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স বাস্তবায়ন করে থাকে। এবার বইমেলা উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিষয়ক গবেষণাধর্মী বই ‘চলচ্চিত্রের আমদানি ব্যবস্থাপনা : বিতর্ক, নেপথ্যে এবং সম্ভাবনা’ । বইটি লিখেছেন মো. আরিফুর রহমান খান। এর আগেও তার চলচ্চিত্র বিষয়ক বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। চলচ্চিত্র বিষয়ক এই বইটি প্রকাশ প্রসঙ্গে আরিফুর রহমান বলেন, বাংলাদেশে চলচ্চিত্রের আমদানি বিষয়ে সবচেয়ে বিতর্কিত, আলোচিত ও সমালোচিত এ সমস্যার নেপথ্যের ইতিহাস অনেক দীর্ঘ। সুতরাং একটি পদ্ধতিগত সম্ভাব্য সমাধানে পরিশ্রæত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে বাংলাদেশে চলচ্চিত্রের আমদানি বিষয়ে দীর্ঘদিনের বিতর্কিত সমস্যাকে প্রশমিত করতে চলচ্চিত্র আমদানি ব্যবস্থাপনার তাত্তি¡ক ও বৈশ্বিক বিষয়সমূহ এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। যা চলচ্চিত্র, ব্যবসায় শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসায় প্রশাসন অধ্যয়নে আগ্রহী এবং চলচ্চিত্রপ্রেমীকে এই গ্রন্থ চিন্তা ও কাজের খোরাক জোগাবে। এবার বইমেলার ২৬নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ১২০ টাকা মূল্যের এই বইটির প্রচ্ছদ করেছেন সন্দীপ বিশ্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App