×

জাতীয়

লেবুখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৫ এএম

লেবুখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছেছেন। ঢাকা থেকে প্রধানমন্ত্রী আজ সকালে হেলিকপ্টারে করে লেবুখালীর উদ্দেশে রওনা দেন। পরে সকাল ১১টায় তিনি সেখানে পৌঁছান। সেখানে তিনি ‘শেখ হাসিনা সেনানিবাসে’র উদ্বোধন করবেন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া পটুয়াখালী জেলার ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী বরিশাল ও পটুয়াখালীতে ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে বরিশালে ৭৫টি এবং পটুয়াখালীতে ১৪টি। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে বরিশাল ও পটুয়াখালীর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাব, পুলিশের টহল ও তল্লাশি চলছে জোরশোরে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন জানান, বরিশালের সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নগরীর সব ক’টি প্রবেশদ্বার, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তা, লঞ্চঘাটগুলোসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।  আওয়ামী লীগ সভাপতির জনসভাকে কেন্দ্র করেও আইনশৃঙ্খলা বাহিনী পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে প্রায় ছয় বছর পর প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালে সাজ সাজ পরিস্থিতি বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ, বিলবোর্ড ছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান উৎসব সাজে সেজে উঠেছে। নৌকা আকৃতির জনসভা মঞ্চ, বিভিন্ন বিলবোর্ড ছাড়াও সড়কে সড়কে আলপনা পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App