×

তথ্যপ্রযুক্তি

অ্যাপভিত্তিক পাঠাও-বাহন সার্ভিস বৃহস্পতিবার বন্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৬ পিএম

অ্যাপভিত্তিক পাঠাও-বাহন সার্ভিস বৃহস্পতিবার বন্ধ ঘোষণা
অ্যাপভিত্তিক পরিবহন সেবা পাঠাও ও বাহন বৃহস্পতিবার নিজেদের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দেশের অন্যতম এই দুই রাইড শেয়ারিং কোম্পানির এমন ঘোষণার পর এ খাতে শীর্ষে থাকা উবারের সেবা পাওয়া যাবে কিনা- প্রশ্ন করেছেন গ্রাহকরা। উবার ইউজার্স অব ঢাকা নামে ভেরিভাইড ফেইসবুক গ্রুপে গ্রাহকের এই প্রশ্নের উত্তরে গ্রুপের অ্যাডমিন নাফিস হাসান এক পোস্টে বলেছেন, ‘উবার সেবা কাল ঢাকায় সচল থাকবে কি না এ ব্যাপারে উবার কর্তৃপক্ষ যাত্রীদের কাছে এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে অফিশিয়ালি কিছুই জানায়নি। সে হিসাবে ধরে নেয়া যেতে পারে যে উবার সেবা অনলাইন থাকবে। কিন্তু, অনেক উবার পার্টনারদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জানা গেছে যে তারা ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিবেন যে তারা অনলাইন থাকবেন কি না। অধিকাংশ পার্টনার দিনের প্রথমভাগে অফলাইন থাকার ব্যাপারে মত প্রকাশ করেছেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা অনলাইন হবেন বলে জানিয়েছেন। অবশ্য গণমাধ্যম হতে যোগাযোগ করা হলেও উবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।পাঠাও জানায়, ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা হতে সাময়িকভাবে রাইডস সার্ভিস বন্ধ থাকবে। তাদের ফুড সার্ভিস ঢাকার কিছু নিদির্ষ্ট স্থানে চলবে। তবে সেবা পুনরায় কখন চালু করা হবে তা জানায়নি তারা। অন্যদিকে বাহন জানিয়েছে ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা হতে ৮ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত তাদের সেবা বন্ধ থাকছে।উবার, পাঠাও, বাহন ছাড়াও দেশে স্যাম, আমার রাইড, মুভ, চলো অ্যাপে, ট্যাক্সিওয়ালা, ওই খালি, ইজিয়ার, লেটস গো ইত্যাদি নামে বিভিন্ন কোম্পানি অ্যাপভিত্তিক এই পরিবহন সেবা দিচ্ছে।তবে এসব সেবা বৃহস্পতিবার চালু থাকবে কিনা তা এখন জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App