×

খেলা

হেরাথকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বাংলাদেশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫৩ পিএম

হেরাথকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বাংলাদেশের
বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রঙ্গনা হেরাথ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখন শুধু টেস্ট ক্রিকেট খেলেন। প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরাতে তিনি সিদ্ধহস্ত। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন শ্রীলঙ্কার এই বর্ষীয়ান স্পিনার। আগামীকাল মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করলেও ধারণা করা হচ্ছে, ঢাকা টেস্টে বোলাররা আধিপত্য বিস্তার করবেন। ইতিহাস ঘাটলে দেখা যায় এখানে মূলত স্পিনাররাই ভালো করে থাকেন। সেই হিসাবে এই ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রঙ্গনা হেরাথ। কিন্তু তাকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা করছে না বাংলাদেশ। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘হেরাথের জন্য আলাদা কোনও পরিকল্পনা নেই। আমরা সকল বোলারকেই সমানভাবে দেখি। তিনি অবশ্যই ভালো বোলার। আমরা তার চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘এই পিচে রান কেমন হবে তা আমার জানা নেই। এটা পিচ কিউরেটর জানেন। লো স্কোরিং ম্যাচ হলে আপনাকে হয়তো ভালো রান চেজ করতে হবে। এখন আপনি যদি চ্যালেঞ্জটা নিতে পারেন, ভালো করতে পারেন আপনার জন্যই ভালো হবে। আর যদি ভুল করেন সেটা প্রতিপক্ষের জন্য ভালো হবে।’ ম্যাচে একাদশ কেমন হতে পারে এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘টিম কম্বিনেশনটা কেমন হবে তা আমরা এখনও ঠিক করিনি। টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলব। উইকেট ও প্রতিপক্ষ দলের একাদশ কমেন হতে পারে তা বিবেচনা করেই একাদশ ঠিক করা হবে।’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App