×

বিনোদন

মাসুদ পথিকের সিনেমায় ভারতের মুমতাজ সরকার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:১১ পিএম

মাসুদ পথিকের সিনেমায় ভারতের মুমতাজ সরকার
জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্র ‘মায়া, দ্য লস্ট মাদার’। বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুদের নিয়ে চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’। বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী জনাব শাহাবুদ্দিন আহমেদ এর চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন নির্মাতা মাসুদ পথিক। আগামী ১৪ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের ‘দীপনপুর’-এ চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা মাসুদ পথিক। টানা ৪০ দিনের শ্যুটিং চলবে রাজধানী ঢাকা ও নরসিংদীর রায়পুরায়। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার। সম্প্রতি কলকাতায় নির্মাতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিখ্যাত যাদুকর পিসি সরকারকন্যা মুমতাজ। এই পর্যন্ত হিন্দী ও তেলুগু মিলিয়ে ৩৬ টি সিনেমায় অভিনয় করেছেন। এই বছর ভারত থেকে অস্করের জন্য নির্বাচিত একমাত্র সিনেমা 'রক্তকরবী'র নায়িকাও তিনি। নির্মাতা মাসুদ পথিক বলেন, “মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে। চলচ্চিত্রটিতে মুমতাজ সরকার অভিনয় করবেন যুদ্ধশিশু’র চরিত্রে। কলকাতায় বড় হওয়া শিশু বর্তমানে ড. মানবী ঘোষ হয়ে বাংলাদেশে আসবেন শেকড়ের সন্ধানে। কলকাতায় বেড়ে ওঠা, সেখানকার সংস্কৃতি ও উচ্চারণের প্রয়োজনেই চরিত্রটিতে মুমতাজ সরকারকেই পারফেক্ট মনে হয়েছে।” চলচ্চিত্রটিতে মুমতাজ ছাড়াও অভিনয় করবেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাকে দেখা যাবে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে বীরাঙ্গনার কন্যারূপে। “বাংলার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যোগ আছে জ্যোতির রূপে ও মননে। চরিত্রটির জন্য জ্যোতি তৈরিই আছে।”বললেন মাসুদ পথিক। সিনেমাটিতে আরো অভিনয় করছেন, প্রাণ রায়, রানী সরকার, দেবাশীষ কায়সার, ঝুনা চৌধুরী সহ প্রায় ২০ জন কবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App