×

তথ্যপ্রযুক্তি

চীনে আরেকটি ডেটা সেন্টার করছে অ্যাপল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০২:১৬ পিএম

চীনে আরেকটি ডেটা সেন্টার করছে অ্যাপল
চীনে আরেকটি ডেটা সেন্টার করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আগের ডেটা সেন্টারটি রয়েছে গুইজুউ প্রদেশে। নতুন ডেটা সেন্টারটি উত্তর চীনের কেন্দ্রে হতে যাচ্ছে বলে স্থানীয় সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন।জিনহুয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর চীনের কেন্দ্রে যে ডেটা সেন্টারটি সেটি ইউলানকাব এলাকায় স্থাপন করা হয়েছে। যেটি কাজ শুরু করবে ২০২০ সাল থেকে। যেখান থেকে মূলত আইক্লাউড সার্ভিস দেওয়া হবে। এই প্রকল্পটিতে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হবে। চুক্তি অনুযায়ী কোম্পানি এবং সিটি গভমেন্ট এটি করতে একসঙ্গে সহযোগীতামূলক কাজ করবে।মঙ্গোলিয়ার যেখানে ডেটা সেন্টারটি করা হবে সেটিকে ২০১৬ সালের ডেটা সেন্টার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে দেশের অন্যতম বড় ডেটা সেন্টারগুলো রয়েছে। এছাড়াও ইউলানক্যাবে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সবচেয়ে বড় ডেটা সেন্টার রয়েছে। ২০১৭ সালের জুলাইয়ে অ্যাপল চীনে প্রথম ডেটা সেন্টার তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করে। যেটি ২০২০ সালে কাজ শুরু করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App