×

শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৭ পিএম

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। বুধবার পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। বেশ কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ২ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। ঢাকা শিক্ষাবোর্ডের একজন কর্মকর্তা জানান, ১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় একদিন পর পরীক্ষা শুরু হচ্ছে। সময়সূচিতে দেওয়া শর্ত অনুযায়ী চলতি এসএসসি পরীক্ষার মতো এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে গিয়ে বসতে হবে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে জানান তিনি। এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App