×

অর্থনীতি

ব্যাপক দরপতন, জরুরি সভা ডেকেছে ডিএসই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪১ পিএম

ব্যাপক দরপতন, জরুরি সভা ডেকেছে ডিএসই
নতুন মুদ্রানীতি, ঋণ আমানতের অনুপাত (এডিআর) কমানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আতঙ্কের মধ্যে টানা দরপতনে দেশের পুঁজিবাজার। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৬ হাজারের ঘর ভেঙ্গে নিচে নেমেছে। এ অবস্থায় দরপতনের মুখে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ডিএসই কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে ৩টায় মতিঝিলে ডিএসইর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং শীর্ষ ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। এদিন লেনদেন শেষে দেখা যায়, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩৩ পয়েন্ট। যার এ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। সূচকটি এদিন সর্বশেষ ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে। আজ ঢাকার এ বাজারে লেনদেন করে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দরপতন হয় ৩০২টি কোম্পানির। আর দর বাডে মাত্র ২৩টির। এছাড়া দর অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২১৯ পয়েন্ট। এসময় লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App