×

খেলা

একই টেস্টে দুই সেঞ্চুরি করে মুমিনুলের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪৭ পিএম

একই টেস্টে দুই সেঞ্চুরি করে মুমিনুলের রেকর্ড
একই টেস্টে দুই সেঞ্চুরি করে রেকর্ড মুমিনুল হকের। প্রথম বাংলাদেশি হিসাবে টেস্ট ক্রিকেটে একই ম্যাচে দু্ই সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। আর বিশ্ব ক্রিকেটে এটি ৮৩তম। চট্টগ্রাম টেস্টে আজ নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে বাংলাদেশ। মুমিনুল হক তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন। সাজঘরে ফিরলেন ১০৫ রান করে। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৭৬ রান করে আউট হয়েছিলেন মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে মুমিনুল নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বিশ্ব ক্রিকেটারদের মধ্যে সর্বশেষ একই টেস্ট ম্যাচে দুইটি সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। একই টেস্টে প্রথম ক্রিকেটার হিসাবে দুইটি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার ওয়ারেন ব্রাডসলি। ইংল্যান্ডের বিপক্ষে ১৯০৯ সালে দুই ইনিংসে তিনি যথাক্রমে ১৩৬ ও ১৩০ রান করেন। এছাড়া একই টেস্টে দুই সেঞ্চুরি করা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, ব্রেন্ডন টেইলর সহ বিশ্বের বড় বড় ক্রিকেটাররা। চট্টগ্রাম টেস্টে এছাড়াও আরও দুইটি রেকর্ড গড়েছেন মুমিনুল হক। সেটি হলো টেস্টে দ্রুততম ২০০০ রানের মাইলফলক স্পর্শ করার দিক থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুমিনুল হকই এখন সেরা। ৪৭তম ইনিংসে ২০০০ রান অতিক্রম করেন মুমিনুল হক। এর আগে ৫৩ ইনিংসে ২০০০ রান অতিক্রম করেছিলেন তামিম ইকবাল। অন্যটি হচ্ছে, একই টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানও মুমিনুল হক। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৩১ রান করেছিলেন তামিম ইকবাল। খুলনায় অনুষ্ঠিত ওই টেস্ট ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৫ ও দ্বিতীয় ইনিংসে ২০৬ রান করেছিলেন তিনি। এই ম্যাচের মাধ্যমে তামিমকে ছাড়িয়ে গেছেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি সংগ্রহ করেছেন ২৮১ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App