×

জাতীয়

৮ ফেব্রুয়ারি ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫৫ পিএম

৮ ফেব্রুয়ারি ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশ
৮ ফেব্রুয়ারি ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্র্নীতির মামলার রায়ের দিন ৮ ফেব্রুয়ারি সংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলণে উদ্ধোধনী বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। সম্মেলণে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও ব্রা²ণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ছাত্রলীগ সভাপতি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ তারিখ খালেদা জিয়ার রায় দেবে আদালত। রায়কে কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা করছে বিএনপি। তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, আসামি ছিনতাই করে নিয়েছে, রাইফেল কেড়ে নিয়েছে। তাদের নেতারা উস্কানীমূলক- বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন। তারা নাশকতার চেষ্টা করছে। রায়ের দিন যদি কোথাও কোনো জ্বালাও-পোড়াও বা ভাঙ্চুরের চেষ্টা করা হয়, তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবে ছাত্রলীগ।

তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। দেশের মানুষের জানমাল রক্ষায় ছাত্রলীগ কোনো আপোষ করবে না। কেউ আইন ভঙ্গ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করবে। এসময় দেশের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের সতর্ক থাকার কথা বলেন সোহাগ।

ব্রা²ণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মিয়ার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুনন্নেসা বাপ্পি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ছাত্রলীগের সহসভাপতি আল আমিন, মনির হোসেন, উপ সম্পাদক শাহীন আলম, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, নাঈমুর রহমান রুবেল আহমেদ প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App