×

বিনোদন

প্রয়াত সুপ্রিয়ার চরিত্রে জয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৮, ০৩:৩৪ পিএম

প্রয়াত সুপ্রিয়ার চরিত্রে জয়া
গত ২৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী। ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল এই নায়িকার অভিনীত বিখ্যাত ছবি ‘চৌরঙ্গি’। ১৯৫৫ সালে মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাস অবলম্বনে যে ছবিটি নির্মাণ করা হয়েছিল। যেখানে সুপ্রিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন সে সময়কার কিংবদন্তী নায়ক উত্তম কুমার। ষাটের দশকে দারুণ হিট হয়েছিল সে ছবিটি। মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাসের প্রেক্ষাপট পঞ্চাশ দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল। কলকাতার সমাজের দারিদ্র্য এই উপন্যাসে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কাহিনির কেন্দ্রে রয়েছে প্রেম। এই প্রেম আবাসিক হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে দেখানো হয়েছে এবং শেষে যার বিয়োগান্তক পরিণতি ঘটে। প্রায় ৫০ বছর পর আবারও রিমেক করা হচ্ছে উত্তম-সুপ্রিয়ার সেই ‘চৌরঙ্গী’ ছবিটি। যেটিতে অভিনেত্রী সুপ্রিয়ার স্থলে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন ছবিটির পরিচালনার দায়িত্বে থাকা সৃজিত চট্টোপাধ্যায় নিজেই। এতে জয়া ছাড়াও প্রসেনজিৎ, আবীর চট্টোপাধ্যায়, মমতা শংকর ও যীশু সেনগুপ্তেরও অভিনয় করার কথা রয়েছে। ‘চৌরঙ্গী’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং পরিচালক সৃজিত চট্টোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাচকট প্রোডাকশন। ছবির সংগীত পরিচালনা করবেন ভারতের জনপ্রিয় গায়ক অনুপম রায়। আগামী জুন মাস থেকে এটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে নিজের ছবিকে ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত উত্তম-সুপ্রিয়ার ‘চৌরঙ্গী’র রিমেক বলতে নারাজ পরিচালক সৃজিত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা পুরনো “চৌরঙ্গী” রিমেক করছি না। এটা অন্য রকম একটা ছবি হবে। এখানে গল্প বলার ধরণটাই হবে আলাদা। সে সময়কার হোটেল সংস্কৃতি ছিল ভিন্ন রকম। ৫০ বছর পরে এসে হোটেল সংস্কৃতির সেই চিত্র পুরোটাই পাল্টে গেছে। তাই আমাদের গল্পটা ২০১৮ সালের প্রেক্ষাপটে তৈরি হবে।’ ছবিতে জয়ার অভিনয় প্রসঙ্গে কলকাতার স্বনামধন্য এই নির্মাতা বলেন, ‘জয়া মাটির মতো। ওকে যেকোনো চরিত্রে গড়ে নেয়া যায়। ওর অভিনয় খুবই সাবলীল। দুই বাংলার সবচেয়ে শক্তিশালী অভিনেত্রী সে। জয়ার ওপরে আমার ভরসা আছে। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।’ সৃজিতের ‘চৌরঙ্গী’-তে তিনটি নারী চরিত্র রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান চরিত্রটি হচ্ছে করবী। এই করবী চরিত্রেই অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘চৌরঙ্গী’ খুবই জনপ্রিয় একটি উপন্যাস। আর সুপ্রিয়া দেবীর চরিত্রে আমি অভিনয় করছি, এটা অবশ্যই আমার জন্য গর্বের। আশা করছি কাজটা ভালোই হবে।’ কলকাতার পরিচালক সৃজিত চট্টোপাধ্যয়ের সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের এটি দ্বিতীয় ছবি। ২০১৫ সালে সৃজিতের ‘রাজকাহিনী’ ছবিতে রুবিনা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সে ছবিতে সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে টেলি সিনে পুরস্কার লাভ করেছিলেন জয়া। এবার অপেক্ষা তার ও সৃজিতের নতুন প্রজেক্ট ‘চৌরঙ্গী’র জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App