×

জাতীয়

প্রিজনভ্যানে হামলা : গয়েশ্বরসহ ৮শ’ জনের বিরুদ্ধে মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৮, ১০:২২ এএম

প্রিজনভ্যানে হামলা : গয়েশ্বরসহ ৮শ’ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে ছাত্রদলের তিন নেতা কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাহবাগ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। এ দুটি মামলায় ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদি হয়ে এ পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৫৭, ৫৮। দায়ের করা উভয় মামলার এজাহারে হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, প্রিজন ভ্যানে হামলার সময় ৬৯ জনকে আটক করা হয়েছিল। তাদের নাম উল্লেখসহ ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে দুই মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজনভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপি কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে প্রিজনভ্যানে রাখে পুলিশ। হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপিকর্মী ওই প্রিজনভ্যানে ভাঙচুর চালিয়ে আটক নেতাদের ছিনিয়ে নিয়ে যায়। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামকেও তার শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App