×

জাতীয়

খালেদার রায়ের পর ঘটনা ঘ‌টলে তার দায়ভার আওয়ামী লীগের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৮, ০৬:৫০ পিএম

খালেদার রায়ের পর ঘটনা ঘ‌টলে তার দায়ভার আওয়ামী লীগের
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতি। প্রহসনের রায়ের পর কোনো ঘটনা ঘ‌টলে, তার দায়ভার আওয়ামী লীগ ও হা‌সিনা সরকারকেই নিতে হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম '৭১ আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ বলেন, দেশ আজ অন্ধকার গহ্বরের দিকে ধাবিত হচ্ছে। সাংবা‌দিক ভাইদের ওপর যে জুলুম চা‌পিয়ে দেওয়া হ‌য়ে‌ছে, দুর্নী‌তি হ‌চ্ছে কিন্তু বলা যা‌বে না। ব‌ললেই ১৪ বছর জেল হ‌বে। আমরা এর থে‌কে অবসান চাই, ত‌বে শুধু ‌বিএন‌পি একা পার‌বে না, দে‌শের সব জনগণকে একত্র হ‌য়ে এই আন্দোলন কর‌তে হ‌বে। নির্বাচন ক‌মিশনের পদত্যাগ দা‌বি করে তিনি বলেন, শেখ হা‌সিনা দে‌শের বি‌ভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করছে আর আমাদের নেত্রীকে সপ্তাহে ৩-৪ চার দিন আদালতে হা‌জিরা দিতে হচ্ছে। নির্বাচন ক‌মিশন কোনো তফ‌সিল ঘোষণা করেনি, তবে নির্বাচনী প্রচার কেন? এই নির্বাচন ক‌মিশনকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। এ ছাড়াও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএন‌পির এ নেতা বলেন, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, দেশকে আর ধ্বংস করবেন না। মানুষের বাঁচার অধিকার নষ্ট করবেন না, মানুষকে বাঁচতে দিন। তা না হ‌লে দেশের জনগণ আপনা‌দের ছাড়ছে না। জাতীয়তাবাদী প্রজন্ম '৭১ এর সভাপ‌তি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, নির্বাহী ক‌মি‌টির সহ-সাংগঠ‌নিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App