×

আন্তর্জাতিক

ইয়েমেনে দুই দিনের সংঘর্ষে নিহত ৩৬

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ০৭:২৮ পিএম

ইয়েমেনে দুই দিনের সংঘর্ষে নিহত ৩৬
ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে বিচ্ছিন্নতাবাদী ও সরকারি সেনাদের মধ্যে দু’দিন ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা রেডক্রস এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। সামরিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় এই বন্দর নগরীতে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার দ্বিতীয় দিনে উভয়পক্ষের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। দু’পক্ষই রাতভর ট্যাংক ও গোলা ব্যবহার করেছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জোটের বরাত দিয়ে জানিয়েছে, ‘জোট বাহিনী বিবদমান সকল পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি ও সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে।’ বিবৃতিতে জানানো হয়, ‘জোট বাহিনী এডেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করেছে।’ সোমবার ইয়েমেনে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস টুইটারে জানায়, এডেনে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩৬ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছে। সূত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App