×

আন্তর্জাতিক

আজ পর্দা উঠছে ৪২তম কলকাতা বই মেলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ১১:০৪ এএম

আজ পর্দা উঠছে ৪২তম কলকাতা বই মেলার
আজ পর্দা উঠতে যাচ্ছে ৪২তম 'কলকাতা বই মেলা'। এরইমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে মেলা কর্তৃপক্ষ। প্রতিবছর কলকাতার মিলনমেলায় এই বইমেলার আয়োজন করা হলেও এবার সেখানে অবকাঠামো উন্নয়নের কাজ চলায় মেলাটি সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসবে। এবারের বই মেলার থিম কান্ট্রি ফ্রান্স। প্রতিবছরের মতো বাংলাদেশও এই মেলায় অংশ নিচ্ছে। মেলা চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতার সল্টলেকের সেন্ট্রালপার্কে এখন সাজ সাজ রব। মঙ্গলবার জাঁকজমক আয়োজনে এখানে শুরু হয়েছে 'কলকাতা পুস্তক মেলা' ২০১৮ এর। প্রতিবছর কলকাতার মিলনমেলায় এই বইমেলার আয়োজন করা হলেও এবার সেখানে নির্মাণ কাজ চলায় জায়গা পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বই প্রেমীদের জন্য মেলার দরজা খুলে দেওয়া হবে বুধবার থেকে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছোটবড় মিলিয়ে প্রায় ৬শটি স্টল বসেছে এবারের মেলায়। এবারের মেলার থিম হিসেবে ধরা হয়েছে ফরাসি সাহিত্যকে। এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, নেপাল, ভুটান ছাড়াও ১৭ টি দেশ কলকাতা বই মেলায় অংশ নিয়েছে। ৪২তম কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন হবে ৩রা ফেব্রুয়ারি। এরইমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App