×

খেলা

যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ১১:৪৫ এএম

যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সোমবার আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আগামীকাল ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ আফগানিস্তানের দেয়া ১৮২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার জ্যাক এডওয়ার্ডস। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট নেন কাইস আহমদ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৮১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন ইকরাম আলী খিল। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন জনাথন মার্লো। সংক্ষিপ্ত স্কোর ফল: ছয় উইকেটে জয়ী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৮১ (৪৮ ওভার) (রহমানুল্লাহ গুরবাজ ২০, ইব্রাহীম জাদরান ৭, ইকরাম আলী খিল ৮০, বাহির শাহ ৪, ডারউইশ রাসুলি ২, নিসার ওয়াহদাত ১১, আজমতুল্লাহ ওমরজাই ১, নাভিন-উল-হক ৮, কাইস আহমদ ৮, মুজিব জারদরান ১২*, জহির খান ৮; রায়ান হ্যাডলি ১/১৭, জ্যাক ইভান্স ২/২৬, জ্যাক এডওয়ার্ডস ১/১৬, উইল সাদারল্যান্ড ১/৪১, লয়েড পোপ ১/৩৪, জনাথন মার্লো ৪/২৪, পরম উপল ০/১২)। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৮২/৪ (৩৭.৩ ওভার) (জ্যাক এডওয়ার্ডস ৭২, ম্যাক্স ব্রায়ান্ট ৪, জ্যাসন সংঘ ২৬, জনাথন মার্লো ২৭, পরম উপল ৩২*, নাথান ম্যাকসুইনি ২২*; মুজিব জাদরান ১/৪৫, নাভিন-উল-হক ১/৪৬, আজমতুল্লাহ ওমরজাই ০/১২, কাইস আহমদ ২/৩৫, জহির খান ০/৪৩)। প্লেয়ার অব দ্য ম্যাচ: জ্যাক এডওয়ার্ডস (অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App