×

বিনোদন

বাধা পেরিয়ে আলোর মুখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ১২:৪৭ পিএম

বাধা পেরিয়ে আলোর মুখ
অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’। ‘পদ্মাবত’ই বলিউডের প্রথম চলচ্চিত্র নয়, যার মুক্তি পেতে এত বাধাবিপত্তি পার করতে হয়েছে। জেনে নিন, সেসব বলিউডি চলচ্চিত্রের তালিকা যেগুলো মুক্তি পেতে পেরিয়ে আসতে হয়েছে নানা ধাপ। মেলা ডেস্কের আয়োজন লিপস্টিক আন্ডার মাই বুরখা (২০১৭) সেন্সর বোর্ডের সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর মুক্তি পেয়েছিল নারীকেন্দ্রিক এই চলচ্চিত্রটি। এর বিরুদ্ধে অভিযোগ ছিল আপত্তিকর ভাষা ও নারীঘটিত নানা বিষয় এর ব্যবহার। অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬) ভারত-পাকিস্তান দ্বন্দ্বে আটকেছিল করন জোহরের চলচ্চিত্রও। এই চলচ্চিত্রে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। পরবর্তী সময়ে আর কখনো পাকিস্তানি কাউকে নেবেন না এই শর্ত মেনে আর ভারতীয় সেনাবাহিনীকে ৫ কোটি রুপি অর্থ দানের মাধ্যমে অবশেষে মুক্তি পেয়েছিল আয় দিল হ্যায় মুশকিল। উড়তা পাঞ্জাব (২০১৬) পাঞ্জাবকে খারাপ দেখানো হবে চলচ্চিত্রে, এই আশঙ্কায় উড়তা পাঞ্জাব নিয়ে কোর্ট পর্যন্ত গেছেন সে প্রদেশের রাজনৈতিক নেতারা। পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশ নিয়ে মুক্তি পায় এই চলচ্চিত্র। বাজিরাও মাস্তানি (২০১৫) মাস্তানি ও কাশিবাইয়ের চরিত্রে রূপদানকারী দীপিকা ও প্রিয়াঙ্কাকে ‘পিঙ্গা’ গানে একই ফ্রেমে দেখে বিক্ষোভ শুরু করেছিল মারাঠি নেতারা। এ চলচ্চিত্রে মারাঠি সংস্কৃতি বিকৃত করা হয়েছিল বলেও অভিযোগ ছিল তাদের। পিকে (২০১৪) ট্রেলার দেখে আর আমিরের শুধু রেডিও গায়ে জড়ানো নগ্ন ছবির পোস্টারে বিক্ষুব্ধ হয় বিভিন্ন হিন্দু গোষ্ঠীগুলো। তারা বলতে থাকে, রাজকুমার হিরানি ও আমির খান মিলে তাদের অসম্মান করেছেন। বহু হুমকির মাঝেও মুক্তি দিয়ে বøকবাস্টার হিট হয়েছিল ‘পিকে’। গোলিও কি রাসলীলা রাম-লীলা (২০১৩) এই চলচ্চিত্রের প্রথম নাম ছিল ‘রাম-লীলা’। কিন্তু ধর্মীয় অনুভ‚তিতে আঘাত হানতে পারে এই আশঙ্কায় পরে নাম পরিবর্তনের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই সেবার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরেছিলেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। স্টুডেন্ট অব দ্য ইয়ার (২০১২) এই চলচ্চিত্র নিয়ে মূল আপত্তি ছিল রাধা গানটি নিয়ে। আবেদনময়ী রাধাকে মেনে নিতে পারেনি অনেকেই। পরবর্তী সময়ে গানের ‘সেক্সি’ শব্দটি পরিবর্তন করে ‘দেশি’ করার পর শান্ত হয়েছিল আন্দোলনকারীরা। এ ছাড়াও নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে পর্দায় দর্শকদের সামনে আসা বলিউডি চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল সিং সাহাব দ্য গ্রেট (২০১৩), আরাকশান (২০১১), রকস্টার (২০১১), বিল্লু (২০০৯), কামিনী (২০০৯), যোদা আকবর (২০০৮), ব্ল্যাক ফ্রাইডে (২০০৭), ফায়ার (১৯৯৬), কিস্যা কুরসি কা (১৯৭৭), আন্ধি (১৯৭৫)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App