×

বিনোদন

আমাকে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ১২:৩৪ পিএম

আমাকে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি
ছোটবেলা থেকে উপস্থাপনা করার স্বপ্নটাই দেখেছিলেন মারিয়া নূর। আর এখন পুরোমাত্রায় পেশাদার উপস্থাপিকা। ক্রিকেট বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পেয়েছেন তারকাখ্যাতি। সম্প্রতি ভোরের কাগজের মুখোমুখি হয়েছিলেন মারিয়া নূর। লিখেছেন হেমন্ত প্রাচ্য
ভালো গল্প ও বিগ বাজেটের টেলিভিশন নাটকে অভিনয় করতে চান উল্লেখ করে মারিয়া বলেন, টিভি নাটকে নিয়মিত অভিনয় করি না। টিভি নাটকে কম বাজেট থাকে বলে খুব ভালো নাটক হয় না। তারপরও আমাদের নির্মাতারা অনেক ভালো নাটক নির্মাণ করছেন। ভালো বাজেট পেলে আমাদের দেশের নির্মাতারা আরো অনেক ভালো নাটক নির্মাণ করবেন। বিগ বাজেটের কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছি। আগামীতেও অভিনয় করার ইচ্ছা আছে, তবে টিভি নাটকে নিয়মিত হতে চাই না। আপাতত উপস্থাপনা নিয়েই ব্যস্ত থাকতে চাই। গত সপ্তাহে ব্যাংককে গিয়েছিলেন মারিয়া নূর সেখান থেকে গত সোমবার দেশে ফিরেছেন। মারিয়া বলেন, চ্যানেল আই সেরাকণ্ঠের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান উপস্থাপনার জন্য ব্যাংকক গিয়েছিলাম। এ জন্য বাংলাদেশে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে থাকতে পারিনি। দেশে ফিরেই ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। বাংলাদেশ টেলিভিশনের ক্রিকেট বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করব। ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন, কিন্তু ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন কখনোই দেখেননি জানিয়ে মারিয়া বলেন, লালমাটিয়ায় আমাদের বাসার পাশে একটা মাঠ ছিল, সেখানে ছোটবেলায় অনেক খেলেছি। একটু বড় হওয়ার পর আর খেলা হয়নি। এখন সেই মাঠে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। ছোটবেলায় খেলতাম মনের আনন্দে। খেলা নিয়ে আমার মাঝে কখনো স্বপ্ন তৈরি হয়নি। ক্রিকেটার হওয়ার স্বপ্ন তো কখনোই দেখেনি। কিন্তু এখন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গেছি। ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে কোনো ক্রিকেটারের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে কিনা জানতে চাইলে মারিয়া বলেন, উপস্থাপনা করতে গিয়ে আমি পুরো মাত্রায় পেশাদার থাকতে চেষ্টা করি। তবে ব্যক্তি হিসেবে আর সবার মতো আমিও বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান। মাশরাফির নেতৃত্বের ম্যাজিক আমাকেও ভীষণ মুগ্ধ করে। সাকিব-তামিমদের ব্যাটের ঝলকে মন লাফিয়ে ওঠে। তবে পেশাগত সম্পর্কের বাইরে কোনো ক্রিকেটারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠেনি। ব্যক্তিজীবনের খবর জানতে চাইলে মারিয়া বলেন, আমি সব সময় ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনকে আলাদা দেখতেই পছন্দ করি। উপস্থাপনায় আমি শতভাগ পেশাদার, আবার ব্যক্তিজীবনে অনেক বেশি পরিবারকেন্দ্রিক। মিডিয়ায় মেয়েদের কাজ করতে গেলে বিভিন্নভাবে প্রযোজক, পরিচালকদের সঙ্গে আপস করতে হয় বলে একটা বিষয় প্রচলিত আছে। এই বিষয়টির সঙ্গে একেবারেই একমত নন মারিয়া। তিনি বলেন, বাংলাদেশের মিডিয়া মেয়েদের কাজের জন্য খুবই সেভ জায়গা। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমাকে কোনোরকম বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। কিছু মেয়ে মনে করে মিডিয়ায় ক্যারিয়ার গড়তে গেলে প্রযোজক-পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে। তারা এ ধরনের সমস্যায় পড়ে। কিন্তু আমি এমন কোনো ঘটনার মুখোমুখি হয়নি। কেউ কেউ ক্যারিয়ার গড়ার স্বপ্নে নিজেকে বিক্রি করে দেয়। সেটা শুধু মিডিয়ায় নয়, সব সেক্টরেই আছে। কেউ চাইলে নিজের যোগ্যতা নিয়েই মিডিয়ায় কাজ করতে পারে। উপস্থাপনা নিয়ে সিরিয়াস থাকলেও ভবিষ্যতে সিনেমায় অভিনয়ের স্বপ্ন আছে মারিয়ার। এ ক্ষেত্রে সিনেমার গল্প অবশ্যই পছন্দ হতে হবে। নাচে-গানে ভরপুর সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছা নেই বলে জানান এই গ্ল্যামার কন্যা। তিনি বলেন, নাচ-গান নির্ভর সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছে আমার নেই। তবে ভিন্ন ধাঁচের গল্প নিয়ে কোনো সিনেমায় কাজের সুযোগ যদি পায় তবে কাজ করবা। অভিনয় করার ইচ্ছে আছে, তবে স্বপ্নটা উপস্থাপনাকে ঘিরে। উপস্থাপনার কাজ আমি ভীষণ উপভোগ করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App