×

বিনোদন

ওপারের ডাক যদি আসে...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ০৪:২৩ পিএম

ওপারের ডাক যদি আসে...
ওপারের ডাক যদি আসে...
ওপারের ডাক যদি আসে...
ওপারের ডাক যদি আসে...
ওপারের ডাক যদি আসে...
ওপারের ডাক যদি আসে...
ওপারের ডাক যদি আসে...
যৌথ প্রযোজনার ফাঁক-ফোকর গলিয়ে নয়, সরাসরি কলকাতা অভিযানে সফল এপারের প্রিয় কিছু অভিনেত্রী। ওপার থেকে আকছার ডাক পাচ্ছেন আমাদের অভিনেত্রীরা। জয়া আহসানের দৃপ্ত পদক্ষেপের সঙ্গে তাল মেলাতে ব্যস্ত অন্যরা। সেই নামগুলোর চর্চা করলেন স্বাক্ষর শওকত
জয়া আহসান প্রশংসা, পুরস্কার, প্রচার- টলিউডে যে তিনটি জিনিস ছিল এপারের অনেক অভিনেত্রীর আরাধ্য, সেগুলোর সব ধীরে ধীরে ধরা দিয়েছে জয়া আহসানের হাতে। অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’ দিয়ে ওপারে সাফল্যের ঘূর্ণি শুরু। একই পরিচালকের ‘ঈগলের চোখ’-এ আরো বেশি সমালোচকের মন জয় করেন জয়া। রাজ চক্রবর্তী পরিচালিত ‘রাজকাহিনী’তে একঝাঁক অভিনেত্রীদের ভিড়েও জয়া ছিলেন নজরকাড়া। ইন্দ্রনীল রায় চৌধুরীর ছোটপর্দার জন্য তোলা ছবি ‘ভালোবাসার শহর’ এবং স্বল্পদৈর্ঘ্যরে ছবি ‘ভালোবাসার শহর’-এও জয়া মান রেখেছেন ঢাকার। সর্বশেষ কৌশিক চক্রবর্তীর ‘বিসর্জন’ জয়াকে এনে দিয়েছে ২০১৭ সালের সেরা অভিনেত্রীর সম্মান। স¤প্রতি তার অভিনীত ‘আমি জয় চ্যাটার্জি’ মুক্তি পেয়েছে। মিথিলা হঠাৎ করেই আলোচনায় মিথিলা। খবর বড় কিছু নয়। সেখানকার একটি স্বল্পদৈর্ঘ্যরে ছবিতে অভিনয় করলেন মিথিলা। ছবির নাম ‘মুখোমুখি’। পরিচালকের নাম পার্থ সেন। এতে একজন নারী চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। যিনি কলকাতায় গিয়ে একজন আলোকচিত্রীর সঙ্গে বন্ধুত্বে জড়িয়ে পড়েন। ছবিটি তৈরি হয়েছে ইউটিউবের জন্য। সোহানা সাবা অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ একটি থ্রিলার ছবি। ২০১৬ সালে মুক্তির পর এটি কুড়ায় প্রশংসা। এখানে অভিনয় করেন সোহানা সাবা। তিনি পাশে পেয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং রজতাভ দত্তকে। ছবিতে সাহসী অভিনয়ের জন্য দৃষ্টি কাড়তে সক্ষম হন সাবা। শোনা যাচ্ছে, অচিরেই ‘এপার ওপার’ নামে আরো একটি ভারতীয় বাংলা ছবিতে অভিনয় করবেন সাবা। দিলরুবা রুহি নারী নির্মাতা মহুয়া চৌধুরীর পরিচালনায় ‘গ্ল্যামার’ ছবির জন্য কলকাতায় পা ফেলেছিলেন দিলরুবা ইয়াসমিন রুহি। র‌্যাম্প মডেল হিসেবেই দেশের মাটিতে পরিচিত রুহি। অভিনয় আঙিনায় তার পদচারণা খুব দাপুটে নয়। তবু নেতিবাচক একটি চরিত্রের জন্য ওপার থেকে ডাক আসে রুহির। ‘গ্ল্যামার’ ছবিতে তার সহশিল্পী ছিলেন পরমব্রত চ্যাটার্জি, সব্যসাচী চ্যাটার্জি এবং রাইমা সেন। শম্পা হোসেইন গত বছরের মাঝামাঝিতে কলকাতায় উড়ে যান শম্পা হোসেইনও। সুপার হিরোইন প্রতিযোগিতা থেকে আগত এই অভিনেতী রঞ্জন চৌধুরী পরিচালিত ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’ ছবিতে এক হিন্দু তরুণীর চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে মুসলিম চরিত্রের তরুণ হিসেবে দেখা যাবে সমদর্শী দত্তকে। কলকাতার পত্রিকায় ফলাও করে শম্পার ওপারে পাড়ি দেয়ার খবর বেরিয়েছে। জ্যোতিকা জ্যোতি সদ্য পুরনো বছরের ২০ ডিসেম্বর কলকাতার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জ্যোতিকা জ্যোতি। প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘রাজলক্ষ্মী’ শ্রীকান্ত’ ছবির শুটিংয়ে এখন ভারত-বাংলাদেশ করে বেড়াতে হচ্ছে তাকে। এ ছবিতে রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন জ্যোতি। সহশিল্পী হিসেবে পেয়েছেন একজন মেধাবী অভিনেতাকে। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও জ্যোতিকে আলোকিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App