×

পুরনো খবর

বেনারসী শাড়ির যত্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০৪:৫৮ পিএম

বেনারসী শাড়ির যত্ন
 কীভাবে ভাল রাখবেন আপনার সাধের বেনারসী। একটু সতর্কতা আর একটু যত্ন তাহলেই দেখবেন আপনার বেনারসী অমলিন রয়ে গিয়েছে। সবার আগে যেটা করবেন বেনারসী শাড়ি কখনও হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। ধাতুর সংস্পর্শে থাকলে বেনারসী সিল্ক নষ্ট হয়ে যায়। আলাকা করে একটি সুতির মসলিন কাপড় বা পাতলা সুতির কাপড় দিয়ে মুড়ে আলমারিতে রাখুন। বাড়িতে কাচার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন ড্রাই ক্লিনে দিতে। যদি সেটা নিতান্তই না হয় তাহলে দাগ তুলতে পেট্রলের ব্যবহার করুন। তেলের দাগ তুলতে নেল রিমুভার ব্যবহার করুন। শাড়িটি ধোয়ার আগে ট্যালকম পাউডার মাখিয়ে নেবেন ভালকরে। তারপর গরম জিনিস কাচার লিকুইড ডিটারজেন্ট দিয়ে বেনারসীটি ধুয়ে ফেলুন। কখনোই কড়া রোদে শোকাবেন না শাড়ি। ছাঁয়ায় মেলে শোকান। ইস্ত্রি করার আগে একটি পাতলা সুতির কাপড় ওপরে রেখে কম গরম করে করে ইস্ত্রি চালান। এগুলি মেনে চললেই দেখবেন একবারে নতুন রয়েছে আপনার সাধের বেনারসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App