×

বিনোদন

পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ১২:০৭ পিএম

পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে যতগুলো কাজ হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ‘ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’- এমনটাই মন্তব্য করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ১১ তম ‘ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার উৎসবের মূল ভেন্যু নির্ধারিত হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এছাড়াও শাহবাগের জাতীয় জাদুঘর, ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, অলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। ৫৮টি দেশ থেকে অংশগ্রহণকারী শিশুদের জমা পড়া মোট ১০০০টি চলচ্চিত্র থেকে উৎসবে প্রদর্শিত হবে প্রায় ২২০টি চলচ্চিত্র। এবার বিচারক হিসেবে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর মতে, মোরশেদুল ইসলামসহ অন্যান্যরা যখন প্রথম এই উৎসবের উদ্যোগ নিয়েছিলেন তখন সবাই সন্দিহান ছিল। যেখানে বড়দের চলচ্চিত্রগুলোর জন্যই উৎসব করা কঠিন, সেখানে শিশুদের চলচ্চিত্রকে দেখতে আসবে। কিন্তু সকলের সন্দেহ ভুল প্রমাণ করে প্রতি বছর ভালো ভাবেই আয়োজিত হচ্ছে এই উৎসব। ফারুকী সবাইকে অনুরোধ জানিয়েছেন সপ্তাহব্যাপী এই উৎসবে দর্শক হিসেবে আসার জন্য। শুধু ছোটদের জন্য নয়, বড়দেরও উচিত শিশুদের মানসিকতা বুঝতে এ ধরনের আয়োজনে অংশ নেয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App