সিরিয়ার আফরিনে তুরস্কের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে কুর্দি পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে। তবে সেখান থেকে শুক্রবার তুরস্কের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে পিকেকে যোদ্ধারা।
শুক্রবার সীমান্তবর্তী আফরিন এলাকা থেকে তুরস্কের হাতায় প্রদেশে এ হামলা চালানো হয়। তবে এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রকেট হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে।
এদিকে সিরিয়ার আফরিনের তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত অভিযানের মধ্যে সেখানকার সাধারণ নাগরিকদের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী।
খবরে বলা হয়েছে, আফরিনে আদামা এলাকায় অভিযান শেষে সেনাবাহিনী গ্রামবাসীদের মধ্যে খাবার বিতরণ করেছে। এছাড়া সেনাবাহিনীর ডাক্তাররা স্থানীয়দের চিকিৎসাসেবা দিচ্ছে।
আফরিন ও আজাজ অঞ্চলে অভিযান শেষ হওয়ার পর তুর্কি বাহিনী মানজিব প্রদেশেও অভিযান চালাবে বলে জানান এরদোগান।
তুর্কি সেনাপ্রধান হুলুসি আকন বলেন, তুরিস্কের সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।