×

আন্তর্জাতিক

১৮ লাখ অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ০৯:৫০ পিএম

১৮ লাখ অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র ১৮ লাখ অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে । বিতর্কিত মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার অর্থ সংগ্রহে এ পরিকল্পনা হাতে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ডেমোক্রেটদের সমর্থন দরকার পড়বে। বৃহস্পতিবার এই প্রস্তাবটির বিস্তারিত জানান মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন-সংক্রান্ত জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। স্টিফেন মিলার জানান, ১৮ লাখ মানুষকে ১০ থেকে ১২ বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মেক্সিকো সীমান্তে ওই দেয়াল তুলতে ২৫ বিলিয়ন ডলার প্রয়োজন পড়বে। সোমবার এই প্রস্তাব পেশ করার কথা রয়েছে। এদিকে, আগে থেকেই ওই দেয়াল নির্মাণের বিরোধিতা করে আসছে ডেমোক্রেটরা। আর অর্থ জোগানের ব্যাপারেও তারা একমতে পৌঁছাতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App